ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২২:১৩ পিএম
অভিযুক্ত আনোয়ার হোসেন সাদ্দামকে স্থানীয়রা গণপিটুনি দিলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ীতে ছয় বছর বয়সি এক শিশুকে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন সাদ্দাম নামে এক সাউন্ড অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে স্থানীয়রা গণপিটুনি দিলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গ্রেপ্তার সাদ্দাম পৌর এলাকার চকচকা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার মুহিব্বুল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার করে সাদ্দামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার শিবনগর ইউনিয়নের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলাকালে ছয় বছর বয়সি একটি কন্যাশিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাদ্দাম। শিশুটি সাদ্দামের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাদ্দাম মাহফিল চত্বরে আসে। এ ঘটনা শিশুটি বাড়িতে জানালে পরিবারসহ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সাদ্দামকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।