× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিকদের অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

শ্রমিকদের অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

বকেয়া বেতনের দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে মহাসড়কে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও কর্মজীবীরা।


শনিবার সকাল ৯টার পর তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৭টা) শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। 

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। বেতনের দাবিতে গত ২৮ অক্টোবর শ্রমিকরা আন্দোলন করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। তখন পুলিশ জানায়, নভেম্বরের ৩ তারিখ বেতন পরিশোধ করা হবে। সেই দিন শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর ৫ নভেম্বর আবার শ্রমিকরা বিক্ষোভ করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে সমাধান করার আশ্বাস দিলে তারা ফিরে যায়। তবে মাসের ৯ তারিখ হয়ে গেলেও শ্রমিকরা বেতন পাচ্ছে না। তা ছাড়া কারখানা বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। এসব কারণে শনিবার সকালে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা। শত শত যানবাহন সকাল হতে সড়কে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে। 


অন্যদিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে ১৭ দফা দাবিতে বিক্ষোভ করে। তবে তারা কোনো সড়ক অবরোধ করেনি।

ওই কারখানার শ্রমিক আজিজুল বলেন, আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমাদের কয়েকবার আশ্বাস দিয়েও বেতন দেয়নি। আমরা সকাল হতে মহাসড়কে আছি কিন্তু মালিকপক্ষ কোনো যোগাযোগ করেনি।

এ বিষয়ে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন বলেন, শ্রমিকরা তিন মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত তারা অবরোধ সরিয়ে নেয়নি। মালিক বিদেশে রয়েছে। যৌথ বাহিনীও ঘটনাস্থলে রয়েছে। তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও শ্রমিকরা মহাসড়ক ছাড়েনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা