পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে ‘চেতনায় জাতীয়তাবাদ বিপ্লবেই মুক্তি’ এই স্লোগানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এ সভার আয়োজন করেন।
পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বক্তরা বিগত সরকারের দুঃশাসন ও অন্যায়-অত্যাচারের নানাদিক তুলে ধরেন। সভা উপলক্ষে দুপুর থেকে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিলে নেতারা হাজির হন। এ সময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।