× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক আইজিপি শহিদুল ও উপসচিব কিবরিয়া কুমিল্লা কারাগারে

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২৩ পিএম

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক এক মহাপরিদর্শক (আইজিপি) ও এক উপসচিবকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) তাদের কারাগারে আনা হয়। তারা হলেন-পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদার।

একটি সূত্রে জানা গেছে, দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। এ সময় তাদের নথিপত্র দেখে কুমিল্লা কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। 

আরেকটি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর কুমিল্লা আদালতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের হাজিরা দেওয়ার কথা রয়েছে। যে কারণে দুইজনকে এই কারাগারে আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় প্রেরণ করা হবে।

এ বিষয়ে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বলেন, কুমিল্লা কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা-নেওয়া হয়। আজও কয়েকজনকে আনা হয়েছে। একটি জরুরি মিটিংয়ে ডিসি অফিসে থাকায় কাদের কারাগারে আনা হয়েছে নিশ্চিতভাবে বলতে পারছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা