রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজবাড়ীর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এএইচএম হামিদুর রহমান আযাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামছুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আবদুত তাওয়াব।
প্রধান অতিথির বক্তব্যে এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও মানুষ ভোট দিয়ে গেছেন। ২০১৮ সালের নির্বাচন ছিল বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এখানে ডামি প্রার্থীদের অর্থ দিয়ে প্রহসনের নির্বাচন করা হয়েছে।
সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে অ্যাডভোকেট নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৯ জন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে ৫৩৭ ভোটারসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।