কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৩১ পিএম
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) নগরীর ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের। অপরজন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
ওসি মহিনুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’