× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাঁদসহ আটক ২০ হরিণ শিকারি কারাগারে

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:১৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:৩৪ পিএম

ফাঁদসহ আটক ২০ হরিণ শিকারি কারাগারে

বাগেরহাটের মোংলার পশুর নদ হয়ে সুন্দরবনের ধানসিদ্ধির চরসংলগ্ন এলাকায় কেবল পৌঁছেছেন। উদ্দেশ্য বনের হরিণ শিকার করা। সেজন্য ট্রলারভর্তি হরিণ শিকারের ফাঁদও নেওয়া হয়। কিন্তু বিধি বাম। বনরক্ষীদের হাতে আটক হওয়ায় হরিণ শিকার করা হয়নি ২০ শিকারির।

তাদের শনিবার (৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় সুন্দরবনের ধানসিদ্ধির চরসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জসহ স্টেশন কর্মকর্তা মো. আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে পশুর নদে টহলের একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান তারা। এ সময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে যাওয়ার সময় তাদের থামার লাইট দিয়ে সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে দ্রুতগতিতে বনের গহিনের দিকে ছুটে যায়। একপর্যায়ে ধাওয়া করে ধানসিদ্ধির চরসংলগ্ন মাঝ নদ থেকে ট্রলারসহ ২০ শিকারিকে হাতেনাতে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে হরিণ শিকারের বেশকিছু ফাঁদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপাই রেঞ্জে মামলা দেওয়া হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটকরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলেও জানায় বন বিভাগ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা