কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:১২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শাহিনা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রম কলস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শাহিনা আক্তার ওই এলাকার সাজিম মিয়ার স্ত্রী ও সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।
কমলগঞ্জ থানার ওসি
সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সন্দেহজনক। গৃহবধূর পরিবারের
অভিযোগের ভিত্তিতে তার স্বামী সাজিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গৃহবধূর বাবা ইব্রাহিম
মিয়া জানান, ৬ বছর পূর্বে শাহিনা ও সাজিম মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের একটি
কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা চাহিদায় আমার মেয়ে শাহিনাকে স্বামী ও শ্বশুরবাড়ির
লোকজন মারধরসহ জ্বালাতন করত। শনিবার সকালে সাজিম মিয়া ফোনে জানান মেয়ে নাকি হঠাৎ জ্ঞান
হারিয়ে লুটে পড়েছে। আমরা যেন তাড়াতাড়ি তাদের বাড়িতে যাই। খবর পেয়ে গিয়ে দেখি মেয়ে মারা
গেছে। তার গলাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে নির্যাতনের
পর তাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আমি এ হত্যার বিচার চাই।
অভিযোগ অস্বীকার
করে সাজিম মিয়া বলেন, শুক্রবার রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি
সে শোয়ার ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়েছে। পরে লাশ নামিয়ে ফেলি।