× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ছাগল

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:৫৪ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ছাগল

খাগড়াছড়িতে কাবিদাং এর উদ্যোগে  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সম্প্রতি বন্যায় অতি-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল, ল্যাট্রিন ও অ-গভীর নলকূপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছাগল, ল্যাট্রিন ও অ-গভীর নলকূপ বিতরণ করা হয়। এ সময় কাবিদাং-এর চেয়ারপারসন চিংমেপ্রু মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাবিদাং দীর্ঘদিন ধরে যেকোনো দুর্যোগ, সমাজের  অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে ছাগল, ল্যাট্রিন ও নলকূপ প্রদান করা হয়েছে। এভাবেই আমরা সমাজের অসহায় মানুষের বিভিন্ন সহায়তা প্রদান করে থাকি।

এ সময় বিগত বন্যায় অতি-ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ৩২টি ছাগল, ২টি ল্যাট্রিন ও ২টি অ-গভীর নলকূপ বিতরণ করা হয়।

এ সময় কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা