রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:৫৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
সাকিব মুন্সী। ছবি : সংগৃহীত
রামগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পৌরসভার রামগঞ্জ হাজীগঞ্জ হাইওয়ে সড়কের সোনাপুর কাদের আটিয়া বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাকিব মুন্সী। তিনি পৌরসভার ৪ নম্বর কলচমা ওয়ার্ডের মুন্সী বাড়ির আবুল কাশেমের ছেলে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত সাকিব বিকালে বাড়ি থেকে রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক হয়ে কাটাখালী যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা জননী বাসটি পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের সামনে হঠাৎ ধাক্কা মারে। পরে মোটরসাইকেল চালকের মাথায় ও শরীরের অন্যান্য স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা আহত সাকিবকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় সাকিবের মৃত্যু হয়।
ওসি আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করে। বিষয়টি এখনও তদন্তাধীন।