মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
নাব্যতা সংকটে আরিচ-কাজিরহাট ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
এতে দুর্ভোগে পড়েছেন দুই প্রান্তে আটকা পড়া পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী এবং যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, গত তিন মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। ছয়টি খনন যন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নাব্যতা ঠিক রাখা যাচ্ছে না। ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে।
তিনি আরও বলেন, এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতেই গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের নাব্যতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
এর আগে, নাব্যতা সংকটের কারণে ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।