বগুড়া অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০০:০৫ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১১:০৫ এএম
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তৌহিদ আহমেদ। প্রবা ফটো
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার তৌহিদ বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার বাজার এলাকা থেকে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।