অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২২:১২ পিএম
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় হঠাৎ লাগা আগুনে বেঙ্গল টেক্সটাইল মিলের পাশে চারটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে নওয়াপাড়া বেঙ্গল গেটের পাশে একটি দোকানের ভিতর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া উড়তে থাকে। ধোঁয়া দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বে পাশাপাশি থাকা ৪টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে দুইটি ফার্নিচারের দোকান, একটি ওয়ার্কসপ ও একটি চায়ের দোকান রয়েছে। ফার্নিচারের দোকান দুটিতে প্রায় ১০ লক্ষ টাকার কাঠ ছিল বলে জানায় ব্যবসায়ীরা।
পুড়ে যাওয়া ফার্নিচারের দোকান মালিক মো. রিপন হোসেন জানান, জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় সংবাদ পেয়ে এসে দেখি আমার দোকান পুড়ে সব শেষ হয়ে গেছে। ফার্নিচার তৈরী করার জন্য প্রায় ৭-৮ লক্ষ টাকার কাঠ ছিলো সব পুড়ে গেছে। আগুনে আমার আসবাবপত্র কারুকাজ করার মেশিনও পুড়ে গেছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আলাউদ্দিন মনির জানান, আগুন লাগার সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করি। কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।