বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২১:০১ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লেডু মিয়া (৫০) নামে এক রোহিঙ্গার পা বিচ্ছিন হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টা নাগাদ উপজেলার ঘুমধুম ইউপির তমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লেডু মিয়া (৫০) কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তুমব্রু সীমান্তের ৩৪-৩৫ সীমান্ত পিলার এলাকায় কবর জিয়ারত করতে যান লেডু মিয়া। সেখানে মিয়ানমারের নির্মিত কাঁটাতারের বেড়ার বাংলাদেশের অভ্যন্তরে জিরো লাইন এলাকায় পৌঁছলে স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন লেডু মিয়া। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, আহত রোহিঙ্গা নাগরিক লেডু মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।