বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে নিজ গলায় ধারালো বটি চালিয়ে আত্মহত্যা করেছেন ভারসাম্যহীন এক যুবক। শুক্রবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহত্যাকারীর যুকবের নাম নজরুল চৌধুরী। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিমপাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন নজরুল চৌধুরীর মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য আগে থেকেই ছিলো। ইতোপূর্বে তিনি দুই থেকে তিনবার গলায় রশি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়ালে, নিজ বাড়িতে রান্নাঘরে গিয়ে ধারালো বটি নিজের গলায় চালিয়ে দেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে বোয়ালমারী থানাধীন ডহরনগর ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদস বলেন, শুক্রবার বিকালে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ঘটনার সততা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।