আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম
গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান। প্রবা ফটো
ঢাকার আশুলিয়ায় প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজীপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার রেনু তাজমহল মন্ডল বাড়ির হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এমএস রিয়াল রাতুল এবং রিহান সেনেটারীর স্বত্বাধিকারী।
এএসআই মো. ফিরোজ মিয়া বলেন, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই অ্যাক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিলো। তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। আজ দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।