টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
তারা হলেন টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার মৃত ফেরদৌসের ছেলে মো. আব্দুর রহমান (৪৫) ও সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার উমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩৬)।
টেকনাফ ২ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পোঁটলাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন রাতে শীলখালী অস্থায়ী চেকপোস্টের টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের চেইন কভারের পাশে সকজবারের ভেতর অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা দুই হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।