× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনব্যাপী হৈমন্তী-কাত্যায়নী পূজা শুরু

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম

পাঁচ দিনব্যাপী হৈমন্তী-কাত্যায়নী পূজা শুরু

মাগুরায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী হৈমন্তী-কাত্যায়নী পূজা শুরু হয়েছে। এই উৎসব ঘিরে মাগুরা শহর দৃষ্টিনন্দন তোরণে সাজানো হয়েছে। পূজার পরিবেশকে দৃষ্টিনন্দন করতে পূজাপ্যান্ডেল সাজানো হয়েছে নানান রঙের আলোকসজ্জায়। যা দেখতে পার্শ্ববর্তী জেলাসহ দেশ-বিদেশ থেকেও আসেন আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা।

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এই উৎসব। আগামী সোমবার বিজয়া দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই কাত্যায়নী পূজা। এ বছর জেলায় মোট ৮১টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পৌরসভার ১৬টি স্থানে পূজা হচ্ছে। বাংলার নবাব আলীবর্দী খাঁর সময় ১১৫০ সনে জগধাত্রী পূজা প্রথম উদযাপিত হয় মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশকোটা গ্রামে। সেই সময় থেকেই জেলায় এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। 

পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব কুণ্ডু জানান, কাত্যায়নী পূজা জেলার শত বছরের ঐতিহ্য। প্রতি বছর এ উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসা লাখো মানুষের ঢল নামে। 

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, কাত্যায়নী পূজাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তায় পুলিশ বাহিনীর সঙ্গে সেনাবাহিনী এবং প্রয়োজনে র‌্যাব থাকবে। 

গত বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, ১৪ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এমএম জিল্লুর রহমান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা