× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে বাড়িতে চা পাতার বদলে ‘কীটনাশক’, ১০ জন হাসপাতালে

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৮:৪৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৮:৫৬ পিএম

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সংগৃহীত।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : সংগৃহীত।

লালমনিরহাটের পাটগ্রামে এক বিয়ে বাড়িতে চা পান করার পর ১২ বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন দুই জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাজ্জীপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ স্পষ্ট। দশ জনের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুই জনের অবস্থা আশংকাজনক।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বরের বোন জাহানারা বেগম বলেন, ‘ওই বাড়িতে নাস্তা ও চা পান করার পর আমার শরীর অসুস্থ হতে শুরু করে। কিছুক্ষণ পর দেখি আমার পাশে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কনের বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে এসে জানতে পারি বিষক্রিয়ায় আমরা অসুস্থ হয়েছি।’

কনের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ‘কনে আমার ভাইয়ের মেয়ে। ভাতিজির বিয়েতে ভুলবশত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে রাখা চায়ের পাতার কৌটার পাশে কীটনাশকের (বাসডিন) প্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই কীটনাশক থেকে এমনটা হতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা