কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:০৫ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:২৭ পিএম
অভিযুক্ত আবুল বাছেত খোকন।
শিক্ষক পরিবারের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত আবুল বাছেত খোকন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার হাজিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবুল বাছেত খোকন কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের মোক্তারবাড়ির আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় এক শিক্ষক পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট করে খোকনের নেতৃত্বে সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট ও ভাঙচুর করে নিয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা করেন কলেজ শিক্ষক ফাহমিদা খানম।
মামলার বাদী ফাহমিদা বলেন, তার বাবার ক্রয়কৃত ও তাকে দান করা দোকান ঘরের ভাড়াটিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করে দখলের চেষ্টায় গত ৭ আগস্ট ২০২৪ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় খোকন ও আজাদগংরা। এ ছাড়া তারা জমির দখল নিতে প্রকাশ্যে তার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা জোরপূর্বক ও অন্যায়ভাবে তাদের দোকানের সামনের অংশ দখলের চেষ্টা চালায়।
এ ছাড়া তার বিরুদ্ধে স্থানীয় মাতব্বরহাট লঞ্চঘাট দখল, সরকারি জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। অতিসম্প্রতি তার বেপরোয়া চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষক পরিবারের দোকানে হামলা, লুটপাট ও চাঁদা দাবির সত্যতা রয়েছে। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।