× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৫৭ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম

ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবন থেকে কয়েকটি ছোরাসহ ছিনতাইকারী ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, আটক দুর্বৃত্তরা সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকায় পর্যটকদের টার্গেট করে ছিনতাই সংঘটিত করত।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

আটককৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের নতুন জেলগেট এলাকার মৃত আব্দুল সেলিম ওরফে আব্দুস সালামের ছেলে মো. আইয়ুব, একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. তোফাজ্জল হোসেন ওরফে নয়ন, চাইল্ল্যাতলী পানেরছড়া এলাকার নুরুল হকের ছেলে শফিউল করিম, কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হৃদয় নিশান ওরফে মানিক, পাহাড়তলী এলাকার মৃত আলী জোহরের ছেলে মাহমুদ ইমাম শরীফ এবং রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার মমতাজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবনে কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এতে ঘটনাস্থলে পৌঁছলে ৮-১০ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের শরীর তল্লাশি করে ৬টি ছোরা ও ১টি ছোরার বাটন পাওয়া যায়।’

র‌্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা জানায় কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল, নগদ টাকা ও অন্য মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে গভীর রাতে সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবনে অবস্থান করছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা