গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৪৯ পিএম
বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, জেলার কলাপাড়া পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে গৌরনদী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, সদস্য টিপু ও সাকিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ছয়টি মামলা রয়েছে।