মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:২৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁন বক্স (৪২) নামের এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্তরা টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার চিংড়াখালী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই ব্যবসায়ীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার চিংড়াখালী গ্রামের রহমান বক্সের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিংড়াখালী বাজারে নিজের কাপড় ও প্রসাধনসামগ্রীর দোকানে বসেছিলেন। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো ছুরি দিয়ে চাঁন বক্সের শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এর পর ড্রয়ার ভেঙে সুপারি কেনার জন্য রাখা ১১ লাখ টাকা নিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়।
ব্যবসায়ী চাঁন বক্সের বড় ভাইয়ের ছেলে রুবেল বক্স বলেন, শুক্র ও শনিবার লাউরি ও চিংড়াখালী বাজারে সুপারি কেনার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে ১১ লাখ টাকা তোলেন তার চাচার ম্যানেজার। ওই টাকা দোকানে রেখেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের কাছে ব্যাংক থেকে তোলা টাকার সংবাদ ছিল। তার ভিত্তিতেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে তার চাচা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান রুবেল বক্স।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন জানান, মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবেন।