চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:৪০ পিএম
পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি সবুজতলা এলাকায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ভেংরি গ্রামের বদিউজ্জামান, আতিকুর রহমান ও নাঈম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘলবাড়ির সবুজতলা এলাকায় দীর্ঘদিন ধরে বেশকিছু ব্যক্তি বিভিন্ন জাতীয় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এসব মাদক কারবারিকে সতর্ক করতে প্রায় ২৫ জনের একটি দল বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই গ্রামে যায়। এ সময় মাদক কারবারিরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এ সময় বদিউরুজ্জামান ও আতিকুর রহমানের মাথা-হাতে এবং নাঈমের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত নাঈমকে চিকিৎসায় হান্ডিয়াল থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বদিউজ্জামান ও আতিকুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ সবুজতলা গ্রামের রুস্তমের ছেলে শাহাদত ও আলকাজের ছেলে ইন্তাজ এই ঘটনা ঘটিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।