বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৮:১৮ পিএম
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার গঙ্গারামপুরে আসিফ (৩২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টায় আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুটমিলের পশ্চিম পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
আসিফ পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। হত্যার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন যুবক আসিফ প্রায় চার বছর আগে গঙ্গারামপুর এলাকায় বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর তার মানসিক সমস্যা হলে বছরখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। গত চার মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার ওই এলাকার কাছারপুরে একটি ইসলামি জালসায় গিয়েছিলেন আসিফ। জালসা থেকে ফেরার পথে তিনি তার সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়, আপনার ছেলে আমাদের বাড়িতে এসেছে, তাকে দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।
নিহতের ছোট ভাই নীরব হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যায় আমার ভাই। এরপর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই।
নীরব হোসেনের দাবি, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।