× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅধিকার ও জাপার সমাবেশ, উত্তপ্ত রংপুর

মেরিনা লাভলী, রংপুর

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ পিএম

গণঅধিকার ও জাপার সমাবেশ, উত্তপ্ত রংপুর

গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সমাবেশ নিয়ে রংপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রংপুর শহরে সমাবেশ করবে দল দুটি। সমাবেশস্থল আলাদা হলেও নগরীতে দুদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকবে বলে জানা গেছে। গেল সপ্তাহে দুদলের নেতাদের বাগযুদ্ধের কারণে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ একে অপরের মুখোমুখি অবস্থান করছে। সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে বলে মনে করছেন অনেকে।

জানা যায়, গত ২ নভেম্বর সারা দেশে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। এ বক্তব্যের প্রতিবাদে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে নেতাকর্মীরা ফুঁসে ওঠে। ওইদিন দুপুরে নগরীতে লাঠি মিছিল করেন তারা। মিছিলটি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে সমাবেশে নেতারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন। এর পরের দিন ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে নুর সম্পর্কে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজীব। ক্ষমা প্রার্থনাসহ বক্তব্য প্রত্যাহার না করলে রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির বিরুদ্ধে গণবিপ্লব এবং আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আজ বিভাগীয় সমাবেশ গণঅধিকার পরিষদের। নগরীর জিলা স্কুল মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচি সফল করতে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং, নগরজুড়ে পোস্টার সাঁটিয়েছে গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থকদের উপস্থিত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। অপরদিকে বেলা ৩টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মিসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নগরীর ৩৩টি ওয়ার্ড, জেলার নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করাই আমাদের মূল লক্ষ্য।’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, শুক্রবার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে যৌথ কর্মিসমাবেশ হবে। এতে অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। বেলা ৩টায় কর্মসূচি শুরু করার লক্ষ্যে নেতাকর্মীদের উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নুরের দল গণঅধিকার পরিষদকে হিসাব করার আমাদের সময় নেই। নুর মুসলমানের শত্রু, ইসরায়েলের টাকায় দল পরিচালনা করে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার দুটি দল আলাদা স্থানে সমাবেশ করবে। এতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা