× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে পর্যটন খাতে মাসব্যাপী ছাড়

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম

বান্দরবানে পর্যটন খাতে মাসব্যাপী ছাড়

বান্দরবানে প্রায় এক মাস পর ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আনন্দিত পর্যটন ব্যবসায়ীরা। এই আনন্দ আগত পর্যটকদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে মাসব্যাপী বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

এতে বলা হয়, দীর্ঘদিন পর জেলায় আরোপিত ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আলোর মুখ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। এতে আনন্দিত হয়েছেন সংশ্লিষ্ট সবাই। আর এই আনন্দ আগত পর্যটকদের মাঝে ছড়িয়ে দিতে আবাসিক হোটেলে ৩৫, রিসোর্টে ২৫, রেস্টুরেন্টে ১০ এবং রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ মিলে মোট ৯০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হচ্ছে, যা চলতি মাসের ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া এই ছাড় পর্যটকদের বান্দরবান ভ্রমণে উৎসাহিত করার পাশাপাশি আনন্দিতও করবে বলে আশা প্রকাশ করেন তারা।

বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলমের সভাপতিত্বে সভায় বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িতে ভ্রমণে নিরুৎসাহিতকরণ শিথিল করা হলেও নিরাপত্তাজনিত কারণে রুমা-থানচি ও রোয়াংছড়ি ভ্রমণে নিরুৎসাহিতকরণ বহাল রয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের করোনা মহামারির সময় থেকে সবশেষ চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ, কুকি-চিনের সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পর্যটন ব্যবসায়ীরা। এ ছাড়া গত ৮ অক্টোবর জেলাজুড়ে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পর গতকাল থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও রুমা, থানচি ও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা