কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৪:২০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৪:৩২ পিএম
নিহত জুনায়েদ ও ফাহিমা আক্তার। ফাইল ফটো
কুমিল্লায় বাবার সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নানাবাড়ি যাওয়ার পথে বাসচাপায় দুই ভাইবোন মারা গেছে। বাবাসহ আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ছগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই ভাইবোন দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ ও মেয়ে ফাহিমা আক্তার।
জুনায়েদ জাফরগঞ্জ কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আর ফাহিমা হোসেনপুর নুরানি মাদ্রাসা শিক্ষার্থী।
শিশুদের বাবা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকালে জুনায়েদ ও ফাহিমা বায়না ধরে দুজনকে নানাবাড়ি দিয়ে আসতে। সারা দিন অটোরিকশা চালানোর পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের নিয়ে নানাবাড়ি যাওয়ার পথে ছগুড়ায় কুমিল্লাগামী সিটিং সার্ভিস বাস তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
তিনি জানান, বাসটি অন্য ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে ফাহিমাও মারা যায়।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাসে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে রাত ১টা পর্যন্ত অবস্থান করে উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়।
হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার খায়রুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ঘাতক বাস থানায় আনা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।