বরগুনা ও মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
জীবাশ্ম জ্বালানি, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে মোংলার পশুর নদী ও বরগুনার বিষখালী ও পায়রা নদীতে নৌ র্যালি ও মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পশুর নদে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, এপিএমডিডি ও পশুর রিভার ওয়াটারকিপার এ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এ সময় বাংলাদেশকে একটি ন্যায্য, টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানান তিনি।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন, নাজমুল হক, হাছিব সরদার, মার্টিন সরকার, মেহেদী হাসান বাবু, মাহারুফ বিল্লাহ, শাহীন খলিফা, মেহেদী, সোহেল, হৃদি সরকার, প্রদীপ সরকার।
বরগুনা : জীবাশ্ম জ্বালানি, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে বরগুনায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে বিষখালী নদীতে নৌ র্যালি ও মানববন্ধন করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকালে বিষখালী নদীতে এবং তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে পায়রা নদীতে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটারকিপারস বাংলাদেশ, জাতীয় মৎস্যজীবী সমিতি বরগুনা জেলা শাখা এবং পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি এ কর্মসূচি পালন করে। এছাড়াও কর্মসূচীতে অংশগ্রহণ করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং প্রকৃতি ও জীবন ক্লাব।