চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৫৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম
চাঁদপুর সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ না করে নতুন করে টোল চালু করায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর করে সেতু ব্যবহারকারী সিএনজি-অটোরিকশাচালক ও পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে চাঁদপুর সেতু ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে বিক্ষোভ করে চালক ও পরিবহন শ্রমিকরা।
এতে দুই ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। যান চলাচল বন্ধ থাকায় অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে দুপুর ১টা পর্যন্ত। পরে সেনাবাহিনী ও পুলিশের সামনেই উত্তেজিত চালক ও পরিবহন শ্রমিকরা চাঁদপুর সেতুর টোলঘর ভেঙে ফেলে। প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
ঘটনাস্থলে উপস্থিত সিএনজি ড্রাইভার রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চায়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করে। আমি এই টোল নেওয়াকে চাঁদাবাজি বললে তারা আমাকে আরও বেশি মারধর করে। তারা অবৈধ ভাবে আর কতদিন টোল নেবে।’
সিএনজির মালিক প্রতিনিধি খোরশেদ আলম বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরও এখনও টোল আদায় হচ্ছে। ছাত্র আন্দোলনের ফলে ট্রলার থেকে টোল নেওয়া বন্ধ হলেও এখন আবার নতুন করে টোল আদায়ের নামে চাঁদা নেওয়ার চেষ্টা চলছে। আমরা সকল শ্রমিক ও মালিক পরিবহনের নেতাকর্মীরা এই টোল আদায় বন্ধ চাই।
যাত্রী আব্বাস উদ্দিন বলেন, ‘সড়কে যানবাহন বন্ধ থাকায় হেঁটে যেতে হচ্ছে। যত আন্দোলন হোক সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। পরে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনার প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল করে। টোল আদায় নিয়ে উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে এবারও তিন বছরের ইজারা দেওয়া হয়েছে। আর্থিক পরিমাণ ৯ কোটি টাকার বেশি। চালকরা টোল বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে। অনেক আগে চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।