× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২০:১২ পিএম

বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চুরি করে তা ফেরত দেওয়ার জন্য চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মিটার খোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ধামরাইয়ের আইঙ্গন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার ধামরাই পৌরসভার আইঙ্গন দক্ষিণপাড়া এলাকার মো. আফজাল হোসেন এবং একই এলাকার পশ্চিমপাড়া হারিজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. জসিম। আফজাল পেশায় ইলেকট্রিশিয়ান এবং জসিম পেশায় পিকআপচালক।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, এক মাস ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকার কলকারখানা ও কাঠের মিলকেন্দ্রিক বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটের মাধ্যমে টাকা দাবি করে আসছিল একটি চক্র। ওই ঘটনায় আশুলিয়া থানায় দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে চক্রটিকে ধরতে মাঠে নামে পুলিশ। মূলত আফজাল মিটারগুলো চুরি করে। এ সময় তাদের সঙ্গে যোগাযোগের জন্য মিটারের জায়গায় একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে দিয়ে আসে জসিম। জসিম মূলত মিটারের মালিকদের সঙ্গে ফোনে কথাবার্তা বলে বিকাশ নম্বর দেয় এবং বিকাশের মাধ্যমে টাকা-পয়সা উত্তোলন করে।

তিনি আরও বলেন, চিরকুটে দেওয়া বিকাশ নম্বরের সূত্র ধরে ধামরাই পৌরসভার আইঙ্গন বাজার জামে মসজিদের সামনে থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া এক হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে আফজালের বাসায় অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মিটার খোলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা চুরি করা মিটার ফেরত দেওয়ার কথা বলে চিরকুট লিখে টাকা দাবি করত। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা