× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই সহোদরের পর বাঁচানো গেল না চাচাতো ভাইকেও

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৯:০৫ পিএম

দুই সহোদরের পর বাঁচানো গেল না চাচাতো ভাইকেও

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি মজুদের জন্য তৈরি ট্যাংক পরিষ্কার করতে নেমে মো. শফি ও মো. শহিদুল্লাহ নামে দুই সহোদরের মৃত্যুর ছয় দিন পর একই ঘটনায় বখতিয়ার আলম তৌহিদ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সম্পর্কে নিহত সহোদরের আপন চাচাতো ভাই।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বখতিয়ার আলম তৌহিদ ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম হাইদচকিয়ার হাজী গুন্নুমিয়া সওদাগর বাড়ির এজহার মিয়ার ছেলে। 

জানা যায়, ওমান প্রবাসী নিহত তৌহিদ দেড় মাস আগে সপরিবারে ছুটি নিয়ে দেশে আসেন। গত শুক্রবার দুপুরে সুপারি মজুদের জন্য তৈরি ট্যাংক পরিষ্কার করতে নামলে শফি বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে তার ছোট ভাই শহিদুল্লাহরও একই অবস্থা হয়। এ ঘটনায় তৌহিদ দুই সহোদরকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই দুই সহোদরের মৃত্যু হয়। বাকি তিনজনকে চমেকে ভর্তি করা হলে এই ঘটনায় মো. শফি নামে এক প্রতিবেশী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌহিদ। চমেকে চিকিৎসাধীন রয়েছেন ফারুক নামে আরও একজন।

নিহত তৌহিদের বড় ভাই মো. নাছির বলেন, সুপারির ব্যবসা চাচাতো ভাইদের সঙ্গে আমার ভাইকেও কেড়ে নিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা