পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৩২ পিএম
শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পেকুয়া উপজেলা শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দুর্জয় বিশ্বাস বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পেকুয়া থানার একটি মামলায় চকরিয়া থানা পুলিশ শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ধৃত চেয়ারম্যান কামাল হোসেনকে পেকুয়া থানার কাছে হস্তান্তর করলে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।