× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার বলতে হবে’

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ। ছবি : ভিডিও থেকে নেওয়া

হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ। ছবি : ভিডিও থেকে নেওয়া

ম্যানেজারকে ভাই ডাকায় এক গ্রাহকের সঙ্গে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ ছাড়া ওই সেকেন্ড ম্যানেজার ভুক্তভোগীর ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে দাবি ভুক্তভোগীর। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিকমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর আগে বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রামীণ ব্যাংকের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখার ভেতরে এ ঘটনা ঘটে।

ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার ঝিটকা এলাকার মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী ব্যাংকের সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদকে বলছেন, সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? এখন আপনাদের ভাই বলা যাবে না? স্যারই বলতে হবে? প্রতি উত্তরে আবুল কালাম আজাদ বলছেন, ভাই বলা যাবে না, স্যার বলবেন। ম্যানেজার আরও বলেন, আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেন? প্রতি উত্তরে ম্যানেজার আবার বলেন, বলতে হবে। এটাই নিয়ম। এটা সবাই বলে। পরে ভুক্তভোগী গ্রাহকের দিকে আবুল কালাম আঙুল তুলে কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন। পরে গ্রাহক আঙুল নামাতে বললে, আবুল কালাম আজাদ গ্রাহককে মারতে ঔদ্ধত্য হয়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

সুব্রত সন্ন্যাসী জানান, বুধবার দুপুরে টাকা তুলতে একটা চেক নিয়ে আমি ব্যাংকে যাই। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলেন আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজারকে বলি, ভাই কালকে কখন আসব? এটা বলার পরেই আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে সে আমার দিকে আঙুল তুলে মারতে ঔদ্ধত্য হয়ে ব্যাংক থেকে বের করে দেন। সঙ্গে আমার মোবাইলটাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি পুরো ঘটনাটি ম্যানেজারকে জানালেও তিনি ওই সেকেন্ড ম্যানেজারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এ বিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘উনি স্যার বললে অসুবিধাটা কোথায়। এটুকু কথা সহজভাবে নিলেই হয়। এ ছোট বিষয় নিয়ে যদি কেউ তিলকে তাল করে তাহলে আমার কিছু করার নেই।’

ঝিটকা শাখার ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, ‘স্যার বলার কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রত্যেকটা অফিসের একটা প্রটোকল অনুযায়ী সবাই ওটা মেইনটেইন করে। আর তাদের দুজনের সঙ্গে আগের কোনো ঘটনার জেরে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। আমার কাছে তিনি অনুতপ্ত স্বীকার করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা