× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের কেউ কোনও পক্ষপাতিত্ব আচরণ করলে মেনে নেব না : নজরুল ইসলাম খান রাজন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

প্রশাসনের কেউ কোনও পক্ষপাতিত্ব আচরণ করলে মেনে নেব না : নজরুল ইসলাম খান রাজন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হলেও তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছেন। প্রশাসনের কেউ কোনও পক্ষপাতিত্ব আচরণ এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করলে তা মেনে নেব না। বরিশালের বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আলোচনা সভায় একথা বলেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। 

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ১৫ বছরে প্রশাসনে সাড়ে ১২ লক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে। যার মধ্যে সাড়ে ১০ লক্ষ স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের লোক রয়েছেন। প্রশাসনের যারা এখনও দায়িত্বে রয়েছেন আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখবেন। 

পুলিশ প্রশাসনের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এবং বিগত ১৫ বছরে বিএনপির দলীয় নেতা-কর্মীদের যারা গুলি করে হত্যা করেছেন, তাদের তালিকা আমাদের কাছে রয়েছে।  আপনারা সাবধান হয়ে যান। কেউ কোনও পক্ষপাতিত্ব আচরণ এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসিত করার চেষ্টা করলে তা মেনে নেব না। 

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। তিনি অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হলেও তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। 

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মালেক সিকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আলাল, মো. মোফাজ্জল হোসেন জমাদ্দার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন জিপু, সাবেক যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম সুজন, সাবেক দপ্তর সম্পাদক রিয়াজ খান, বরিশাল কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি আবদুল কাদের, পৌর যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা, পৌর যুবদলের সদস্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মনির, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ বক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা