× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪-এর গণঅভ্যুত্থান পাঠ্যবইয়ে রাখা উচিত : সারজিস আলম

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম

২৪-এর গণঅভ্যুত্থান পাঠ্যবইয়ে রাখা উচিত : সারজিস আলম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন শিক্ষার্থীদের পড়ানো হয়, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানও পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করে পড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৬ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কী কারণে হয়েছে, এটা মনে রাখতে হবে। যারা ক্ষমতাপিপাসু, যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি, তাদের পরিত্যাগ করতে হবে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেওয়া উচিত। কারণ এখন সবাই অনেক সচেতন।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থী তিন ধরনের আছে। একটা ধরন প্রজাপতির মতো। তারা ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রাখতে পারে না। আরেক ধরন মৌমাছির মতো। তারা ফুলের মধু আহরণ করে। তার মানে শিক্ষকের কথা শোনে। সে মোতাবেক পড়াশোনা করে। এ ছাড়া আরেক ধরনের শিক্ষার্থী আছে, তারা ভ্রমরের মতো। ভ্রমর যেমন ঘুরে বেড়ায়, তেমনি তারা পড়াশোনাতেও। তাই তোমাদের মৌমাছির মতো হতে হবে। ভালোভাবে জ্ঞান আহরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমাদের পূর্বপ্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি, একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।’ 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সানসহ সমন্বয়করা উপস্থিত ছিলেন। এর আগে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও তেঁতুলিয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা