× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটিয়ে ব্যবসায়ীর দুই পা ভাঙাল দুর্বৃত্তরা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:২১ পিএম

পিটিয়ে ব্যবসায়ীর দুই পা ভাঙাল দুর্বৃত্তরা, প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে মানববন্ধন করেছেন চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গত সোমবার রাতে একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাছিবাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে মো. শাহ আলম নামে ‍ওই ব্যবসায়ীর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শাহ আলম চন্দ্রগঞ্জ বাজারের ক্যাফে মিলন হোটেলের স্বত্বাধিকারী।

ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় শাহ আলম ও তার কর্মচারী ফজল করিমসহ অটোরিকশাযোগে নোয়াখালীর সুধারাম থানাধীন মহতাপুর গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশায় তাদের সঙ্গে আরও দুজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে। পরে অটোরিকশা থেকে শাহ আলমকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে দুই পায়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে শাহ আলমকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, চন্দ্রগঞ্জ বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, ব্যবসায়ী বাবুল পাল, ফরিদুল ইসলাম ও ভুক্তভোগী শাহ আলমের ভাগিনা শওকত ইসলাম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ও মো. শওকত ইসলাম জানান, শাহ আলম প্রায় ৩৫ বছর ধরে চন্দ্রগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। তার ওপর হামলা বাজারের সব ব্যবসায়ীর জন্য হুমকি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা