চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের দুটি গোডাউন থেকে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে বাকিলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, বাকিলা বাজারের মমিন ও মোস্তফার গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। পরে তিনটি ট্রাক ভর্তি করে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হবে এবং নিলামের মাধ্যমে পরে পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইকেলিং কারখানায় হস্তান্তর করা হবে।
এ সময় দুই গোডাউনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) জেলার কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠান থেকে ৫৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী
পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ থানা পুলিশের সদস্যরা।