× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই গোডাউন থেকে ৪ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম

দুই গোডাউন থেকে ৪ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের দুটি গোডাউন থেকে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল বুধবার দুপুরে বাকিলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, বাকিলা বাজারের মমিন ও মোস্তফার গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। পরে তিনটি ট্রাক ভর্তি করে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হবে এবং নিলামের মাধ্যমে পরে পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইকেলিং কারখানায় হস্তান্তর করা হবে।


এ সময় দুই গোডাউনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।



এর আগে  মঙ্গলবার (৫ নভেম্বর) জেলার কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় অভিযানে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠান থেকে ৫৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ থানা পুলিশের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা