কক্সবাজার অফিস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম
কক্সবাজারের চৌফলদণ্ডী এলাকার ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। র্যাব জানিয়েছে, ভূমিদস্যু, চিংড়িঘের দখলকারী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়া অন্যতম শীর্ষ সন্ত্রাসী।
বুধবার (৬ নভেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকায় জিয়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জিয়াবুল হক জিয়া চৌফলদণ্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাটপাড়ার মনির আহমেদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জিয়াবুল হক জিয়া একজন ভূমিদস্যু, চিংড়িঘের দখলকারী, বিভিন্ন মামলার আসামি ও সন্ত্রাসী। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাঁকা দলিল-দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও সে পালিয়ে যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এরই সূত্র ধরে রাজারকুল এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, ‘জিয়াবুল হক জিয়া বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশি অস্ত্র-গুলি সংগ্রহ করে তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। এসব অবৈধ অস্ত্রের দাপটে সে এলাকায় আধিপত্য বিস্তার, চিংড়ি ও লবণের ঘের, জমি দখল, মাদকসহ নানা অপরাধ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ১৫ বছরের সংঘটিত তার সব অপরাধের বিষয়ে স্বীকার করেছে। তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’