× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী আন্দোলন

১২ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম

১২ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ১২ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে ২৪ লাখ টাকা জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে একজনকে ইতোমধ্যে ঢাকায় জামায়াতের একটি সভায় আর্থিক সহায়তা দেওয়া হয়।


বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, ‘স্বৈরাচার হাসিনা যদি এখনও ক্ষমতায় থাকত, তাহলে লাখ লাখ মানুষ এখনও খুন হতো। প্রতিটি গ্রাম-গঞ্জে পাড়া-মহল্লায় অগণিত লাশ আর লাশ আমরা দেখতে পেতাম।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামল দেখলে পরিষ্কার বোঝা যায় তারা দেশকে কীভাবে ধ্বংস করেছে। দেশের রাজনীতি, বিচারব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আর চোরদের ডাকাত বানিয়ে ডাকাতের খুনি তৈরি করেছে। বিগত ১৫ বছরে তারা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।’ 

 

তিনি আরও বলেন, ‘‘শেখ মুজিব যুদ্ধে অংশ নেয়নি। তিনি স্বেচ্ছায় পাকিস্তানে কারাবরণে গেলেন। আর এ দেশের খেটে-খাওয়া মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারপর তিনি দেশে এসে সকল রাজনৈতিক দল বাদ দিয়ে একদলীয় রাজনৈতিক দল বাকশাল তৈরি করেছিলেন। শেখ মুজিব সেদিন বলেছিলেন ‘এ দেশ চোরের খনি’ আর তার মেয়ে স্বৈরাচার শেখ হাসিনা সব চোরকে ডাকাত বানিয়ে গেছে।’’

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা আমির (নবনির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমির নাছির উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহারম আলী, শহর সভাপতি ওমর ফারুকসহ জেলা জামায়াতের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা