মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৯:১২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে একই স্থানে বিএনপির দুটি গ্রুপের সভা আহ্বান করায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সালাম ও সাবেক সভাপতি সেলিম হাওলাদারের দুটি পক্ষ বুধবার (৬ নভেম্বর) বিকালে সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে সভা ডেকেছিল।
দুই পক্ষ একই স্থানে সভা ডাকায় মারমুখী হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাস্থলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম হাওলাদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কর্মিসভা নির্ধারিত হয় এ সভাটি তাদের হওয়ার কথা ছিল। থানার ওসি তদন্তের নিকট অনুমতি নেওয়া হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামালের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোনে জানিয়েছেন সভা করা যাবে না।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।