ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাইজির রহমান (৪৮) নামের এক ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে তাবলিগ জামায়াতের তিন-চারজন মুসল্লি করতোয়া নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নিখোঁজ হন ইন্দোনেশীয় নাগরিক ফাইজির। তার অন্য সঙ্গীরা সেখান থেকে কিছু দূরে গোসল করে ওঠার পর ফাইজিরের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা জানায়, করতোয়া নদীর ওই স্থান থেকে অবৈধভাবে বালু তোলার ফলে জায়গাটিতে গভীর গর্ত সৃষ্টি হয়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনাকবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু মারা যাওয়া লোকটি বিদেশি নাগরিক, তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাবলিগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা কাকরাইল ও ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছেন। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।