× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাতায়াতের পথে বেড়া অবরুদ্ধ দুই পরিবার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

যাতায়াতের পথে বেড়া অবরুদ্ধ দুই পরিবার

নওগাঁর মান্দায় মরিচের গাছ নষ্ট করার অভিযোগ উত্থাপন করে যাতায়াতের একমাত্র পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। এতে করে ওই গ্রামের দুই পরিবারের সদস্যরা গত তিন দিন ধরে প্রায় গৃহবন্দি রয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করা হয়েছে। 

ভুক্তভোগীরা হলেন উপজেলার মৈনম গ্রামের মন্টু চন্দ্র কবিরাজ ও উজ্জ্বল চন্দ্র সরকার। অন্যদিকে অভিযুক্ত তপন চন্দ্র পানাতিয়া ভুক্তভোগীদের প্রতিবেশী।

ভুক্তভোগী মন্টু কবিরাজ বলেন, অভিযুক্ত তপন পানাতিয়ার আপন কাকা অরুণ চন্দ্র পানাতিয়ার কাছ থেকে আমরা সাড়ে ৯ শতক সম্পত্তি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণসহ প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। অভিযুক্ত তপন পানাতিয়ার বাড়ির পেছনে পায়ে হাঁটা পথ দিয়ে যাতায়াত করে। পারিবারিক বিরোধের জের ধরে গত রবিবার সেই পথ বন্ধ করে দিয়েছে তারা। 

প্রতিবেশী অরুণ পানাতিয়া বলেন, ‘ভাতিজা তপন পানাতিয়ার ছেলে সুব্রত পানাতিয়া মাঠ থেকে ঘাস নিয়ে আসার সময় আমার বেশকিছু মরিচের গাছ নষ্ট করে দেয়। এ নিয়ে তাদের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। এর জের ধরে মন্টুদের যাতায়াতের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

অভিযুক্ত তপন পানাতিয়া বলেন, ‘কাকা অরুণের পক্ষ নিয়ে মন্টুরা আমাদের মারধর করেছে। তাই যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগটি এখনও হাতে পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা