× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৫০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রুমা উপজেলার রহস্যে ঘেরা বগালেক। প্রবা ফটো

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রুমা উপজেলার রহস্যে ঘেরা বগালেক। প্রবা ফটো

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।

তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার  শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন)  এসএম মনজুরুল হক, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই, বিজিবি’র ঊর্ধ্বতন কমর্কর্তা, সাংবাদিকসহ পর্যটন সংশ্লিষ্ট নেতারা।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচিতে নিষেধাজ্ঞা থাকলেও এসব উপজেলায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে এগুলোতেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা