কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১১:৪১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ১২:১৩ পিএম
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়ায় একটি ভবনের চার তলা থেকে দুই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে গাজীপুর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটকরা হলেন মাহবুব, শান্ত, জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন এবং ভোলা সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান। তারা উভয়ে কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়ায় রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তারা একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন রাসেল ও সুফিয়ান সারা দিন কারখানায় আসেনি। তখন কেয়ারটেকার রাত আনুমানিক ১১টার দিকে বাসায় এসে দেখেন চার তলায় রুমের ভেতর তাদের গলা কাটা মরদেহ পড়ে আছে। কাশিমপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’