× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের ভা‌গনে রূপম গণপিটু‌নি‌তে নিহত

খুলনা অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২৩:২৫ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ০০:০৯ এএম

সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানের ভা‌গনে রূপম গণপিটু‌নি‌তে নিহত

খুলনায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আরিফুজ্জামান রূপম নগরীর দৌলতপুর আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মারামারির ঘটনা ঘটে। সেখানে রূপমকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় রূপমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

আরও জানা গেছে, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট দৌলতপুর থেকে ১৮ পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ দুজনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ওসি মীর আতাহার আলী বলেন, সকালে দুইগ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে একজনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেকে রয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা