হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২২:২৯ পিএম
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় বিরামপুর উপজেলার জোয়ালকামরা মোড়ে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরামপুর উপজেলার সারমপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে রিফাত এবং বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়ার ইউনুস আলীর ছেলে বাদশা।
বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সোমবার বিকাল ৪টার দিকে রিফাত ও তার বন্ধু বাদশা বাইকযোগে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জোয়ালকামড়া নামক স্থানে পৌঁছালে অপর দিকে থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।