খুলনা অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ২১:৩৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ২১:৪০ পিএম
খুলনা নগরীর যানজট নিরসন ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে দ্রুত গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজ শেষ করা ও ময়ূর নদ সংস্কারের আহ্বান জানানো হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকালে গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি, যানজট নিরসন ও ময়ূর নদ সংস্কার বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
খুলনা নগরীর বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, সড়ক ও জনপথ খুলনার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নগরীর দুই প্রধান সমস্যা সমাধানে মনিটরিংয়ের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে খুলনার বিভিন্ন বিভিন্ন সংস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া আগামী ১১ নভেম্বরের মধ্যে সেতুর নির্মাণাধীন কাজ পুনরায় শুরু করা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানানো হয়। এ ছাড়া গল্লামারী সেতুর দুই পাশের ফেন্সিং এবং ডিভাইডার অপসারণ করে সড়কের প্রশস্ততা বৃদ্ধি, সেতুতে ওঠা-নামার সংযোগ সড়কে রক্ষণাবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অস্থায়ী কাঁচাবাজার-স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বলেন, গল্লামারীতে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে। ফলে ময়ূর নদের উভয় পাড়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. খসরুল আলম, খান বাহাদুর আহ্ছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. শরিফ মোহাম্মদ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. সফিকুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. আশিক উর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এসএম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ সাইফুল ইসলাম বাদশা, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ) সাগর সৈকত মন্ডল, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক অপূর্ব কুমার বিশ্বাস উপস্থিত থেকে মতামত প্রদান করেন।