নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম
খুন, ডাকাতি, মাদকসহ ২১ মামলার আসামি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মো. আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি মাসুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদ একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২১টি খুন, ডাকাতিসহ অন্যান্য মামলা রয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’