× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে ভ্রমণের দুয়ার খুলছে মঙ্গলবার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৫ পিএম

সাজেকে ভ্রমণের দুয়ার খুলছে মঙ্গলবার

এক মাস ১২ দিন পর উন্মুক্ত হলো পর্যটকদের ভ্রমণের আর্কষণীয় পর্যটন কেন্দ্রে সাজেক ভ্যালি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন  প্রশাসন। 

গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় জেলা প্রশাসন। এতে বিপাকে পড়ে পর্যটন সংশ্লিষ্টরা। 

এদিকে গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলেও সাজেকের অবস্থান ও ভৌগোলিকভাবে খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যাতায়াত করতে হয়। যেহেতু আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্রে খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে পর্যটকরাও মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ করতে পারবেন। 

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, সাজেকে মোট ১২০টি রিসোর্ট কটেজ রয়েছে। গত এক মাসের ও বেশি সময় ধরে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক শূণ্য থাকার কারণে রিসোর্ট কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক থেকে চলে গেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, মঙ্গলবার থেকে সাজেক খুলবে। আগের মতো করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বর্তমানে সাজেকে ১২০টির মতো রিসোর্ট কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সাজেকে কোনো পর্যটক আসতে না পারায় সাজেক একেবারে পর্যটক শূণ্য রয়েছে। অনেক রিসোর্ট কটেজের কর্মচারীরা পর্যটক না থাকায় সাজেক ছেড়ে বাড়িতে চলে গেছে। 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ১ নভেম্বর থেকে পর্যটকদের রাঙামাটি জেলা ভ্রমণে সব ধরণের বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে সাজেক পর্যটন কেন্দ্র রাঙামাটি জেলার মধ্যে হলেও যাতায়াতের ক্ষেত্রে যেহেতু খাগড়াছড়ি জেলা হয়ে যেতে হয়। সেক্ষেত্রে পর্যটকদের সাজেক ভ্রমণের সিদ্ধান্তটা খাগড়াছড়ি জেলা প্রশাসক দেবেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা